বাড়ি ভাড়া মওকুফ ও বিদ্যুৎ বিল স্থগিত: এ খবর গুজব, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ক্যাম্পাস টুডে ডেস্ক


করোনা বিস্তারের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যেমে বাড়ি ভাড়াসহ বিভিন্ন বিল মওকুফের একটি খবর ছড়িয়ে পড়েছে। তবে সরকারের পক্ষ থেকে। এ ধরণের তথ্য সম্পূর্ণ গুজব বলে জানানো হয়েছে

আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস সচীব ইহসানুল করীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক লোন, বাড়ি ভাড়া মওকুফ, ও বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিত, সকল অফিসে এক মাসের ছুটি সংক্রান্ত যে গুজবটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করা হচ্ছে সেটি পুরোপুরি মিথ্যা ও বানোয়াট।

আরো বলা হয়েছে, যারা অপপ্রচার চালাচ্ছেন তা অপরাধের পর্যায়ে পড়ে। মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর গৃহীত পদক্ষেপ নিজেই কিংবা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জানাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Scroll to Top