বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত

ক্যাম্পাস টুডে ডেস্ক: প্রতিবেশীর সাথে বিরোধের জের ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ আবিদ কাউসারকে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (০৭ জুলাই) খুলনার জেলার ফুলবাড়ি গেট সংলগ্ন জাব্দিপুরে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তাঁকে খুলনার ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত আবিদ কাউসারের পরিবারের বরাত দিয়ে জানা যায়, ড্রেনে ময়লা ফেলাকে কেন্দ্র করে তাদের প্রতিবেশী আবিদের সাথে বিতন্ডায় তৈরি করে। একপর্যায়ে তারা আবিদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করলে সে মারাত্মকভাবে জখম হয়। তাকে বাঁচাতে তার মা এগিয়ে এলে তাকেও অস্ত্রের আঘাতে জখম করা হয়।

খুলনার খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম বলেন, “আমরা ঘটনাটির জানতে পেরেছি এবং সাথে সাথে সেখানে আমাদের কর্মকর্তা পাঠিয়েছি। প্রাথমিক তদন্ত শেষে আমরা মামলা রজু করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো”

Scroll to Top