বিসিএস প্রিলিমিনারি বই তালিকা

বিসিএস পরীক্ষার জন্য যত মেটিকুলাসলি বই নির্বাচন করা যায়, ততো উপকার। সবার ক্ষেত্রে যে বইগুলো মিলে যাবে, তা না। আমি নিজে প্রস্তুতি নেওয়ার সময় বই নির্বাচন করেছিলাম কয়েকমাস সময় নিয়ে। নিচে আমার নির্বাচিত তালিকাটা দিচ্ছি একটা আইডিয়া নেওয়ার জন্য। এই বইগুলোই যে লাগবে এমনটা না, হয়তো আমার এই তালিকার সাথে অন্য একজন ক্যাডারের শতভাগ অমিলও হতে পারে, এটাই স্বাভাবিক। আমি এই তালিকাটা অনুসরণ করে যেহেতু ভালো ফল পেয়েছি, তাই শেয়ার করলাম। আপনারা যারা বিসিএস এর জন্য বই বাছাই করতে এ পোস্ট পড়ছেন, তাদের কিছুটা উপকার হয়তো হবে। বিসিএস প্রিলিমিনারি বই তালিকা

বাংলা ব্যাকরণঃ (১৫ মার্কস)

১. ৯-১০ম মুনীর চৌধুরীর বোর্ড বই

২. যে কোন প্রিলি গাইড হাতের কাছে থাকলে ভালো (যেমন, আমি কনফিডেন্সেরটা রেখেছিলাম)

বাংলা সাহিত্যঃ (২০ মার্কস)

১. লাল নীল দীপাবলি

২. সৌমিত্র শেখরের সাহিত্য জিজ্ঞাসা

৩. মাঝে মাঝে রকমারি.কম সাইটে লেখক ধরে ধরে বইগুলা ওলটানো

ইংরেজি গ্রামারঃ (২০ মার্কস)

১. কমন মিসটেকস ইন ইংলিশ যথেষ্ট (অথবা অদিতির লতিফ স্যারের প্রিমিয়ার বই)

২. আরও পড়তে চাইলে ভালো মানের একটা গ্রামার বই (৯-১০ সমমানের)

ইংরেজি সাহিত্যঃ (১৫ মার্কস)

১. হ্যান্ড বুক অব ইংলিশ লিটারেচার (কনফিডেন্স-এর টা অথবা লতিফ স্যারের প্রিমিয়ার বই)

গণিতঃ (১৫ মার্কস)

১. যে কোনো একটা গণিত গাইড (যেমন, অ্যাসুরেন্স, সাথে মানসিক দক্ষতাও আছে)

২. ৯-১০ম এর গণিত, উচ্চতর গণিত করলে ভালো, না করলেও চলে, করলে লিখিততে কাজে দেয়

মানসিক দক্ষতাঃ (১৫ মার্কস)

১. যে কোন একটা গাইড (যেমন, অ্যাসুরেন্স, সাথে গণিতও আছে)

২. ডগার ব্রাদার্সের টেস্ট ইওর ইন্টেলিজেন্স বইটা প্রাকটিস করা যেতে পারে, জরুরি না

বিজ্ঞানঃ (১৫ মার্কস)

১. যে কোন একটা গাইড (এমপিথ্রি বাদে, আমি কনফিডেন্সেরটা পড়েছিলাম)

২. ৯-১০ম এর সাধারণ বিজ্ঞান, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান পড়া যেতে পারে (জরুরি না)

কম্পিউটার ও তথ্য প্রযুক্তিঃ (১৫ মার্কস)

১. ইজি কম্পিউটার (লেখক ডাঃ কী যেন, যদিও বইটা ভুলে ভরা, জাস্ট রেফারেন্সের জন্য)

বাংলাদেশ বিষয়াবলীঃ (৩০ মার্কস)

১. ৯-১০ম এর ইতিহাস, পৌরনীতি, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি

২. বাংলাদেশের ডিটেল ম্যাপ

৩. যে কোন গাইড (যেমন, কনফিডেন্সের ‘সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান’ বইটা ভালো)

৪. সংবিধান

৫. এক্সামের আগে আগে নাইম ভাইয়ের ‘বেসিক ভিউ’ আর ‘কোশ্চেন ভিউ’ (BA, IA একই বই)

৬. মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু নিয়ে ক্লিয়ার ধারণা রাখার জন্য ১/২ টা বই

বিসিএস প্রিলিমিনারি বই তালিকা

আন্তর্জাতিক বিষয়াবলীঃ (২০ মার্কস)

১. একটা গাইড (এমপিথ্রি বাদে)

২. আন্তর্জাতিক ডিটেল ম্যাপ (খুঁটিনাটি জানতে হবে)

৩. এক্সামের আগে আগে নাইম ভাইয়ের ‘বেসিক ভিউ’ আর ‘কোশ্চেন ভিউ’ (BA, IA একই বই)

৪. একটা বই বেশ ভালো করসে, দেখা যেতে পারে – ম্যানুয়ালস আন্তর্জাতিক

ভূগোলঃ (১০ মার্কস)

১. ৯-১০ম এর ভূগোল

২. কনফিডেন্সের ভূগোল গাইডটা ছোট, পড়তেও বোর লাগে না

নৈতিকতা ও সুশাসনঃ (১০ মার্কস)

১. ১১-১২শ এর পৌরনীতি ও সুশাসন (১ম পত্র, ২য় পত্র পড়ে নিলে রিটেনে কাজে দিবে, প্রফেসর মোজাম্মেলেরটা)

২. পুরাতন কোশ্চেন ৩-৪ টা কমন পাওয়া যায়, তাই কোশ্চেন ব্যাংক থেকে এ পার্টটুকু পড়লেও চলে- বিসিএস প্রিলিমিনারি বই তালিকা

 

এ. এইচ. এম. আজিমুল হক

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মেধাক্রমঃ ৫ম, ৪০তম বিসিএস।

সাবেক সহকারী পরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়।

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আইআইটি, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Scroll to Top