আন্তর্জাতিক টুডে
করোনা ভাইরাসে সংক্রামিত হয়ে ভারতে বহু মানুষ প্রাণ হারাচ্ছে। এর মধ্যেই বিহারে ঘটেছে এক চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনা। বিয়ে করার ঠিক দু’দিনের মাথায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন বর।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বিয়ের অনুষ্ঠানে আসা আরও ৯৫ জনের শারীরিক পরীক্ষার পর তাদের দেহে কোভিড-১৯ পজিটিভ এসেছে।
পাটনা থেকে ৫০ কিলোমিটার দূরে ঘটেছে এই ঘটনা। এটাই বিহারে প্রথম বড় আকারে সংক্রমণের। গত ১২ মে বিয়ের উদ্দেশে গ্রামে ফেরেন ওই যুবক। এরপর তার দেহে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলেও তা নিয়ে খুব একটা সতর্ক না হয়ে বিয়ের অনুষ্ঠান চালিয়ে যান তিনি। পরবর্তীতে বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিরাও করোনায় আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য , ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। এবং মৃত্যুর সংখ্যা প্রায় দুই হাজারের কাছাকাছি।