ভারতে নিষিদ্ধ চীনা অ্যাপ ব্লক করে দিল গুগল প্লে স্টোর

আন্তর্জাতিক ডেস্ক


ভারতের জাতীয় সুরক্ষার স্বার্থে গত সোমবার ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল দেশটির কেন্দ্রীয় সরকার। এবার সেই রেশ না কাটতেই ৭২ ঘণ্টার মধ্যে সব অ্যাপগুলিকে নিজের প্লে স্টোর থেকে সরিয়ে নিল গুগল। আপাতত অস্থায়ী ভাবে এই অ্যাপগুলি বন্ধ করা হয়েছে বলে জানাল টেক সংস্থাটি।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, যে সরকারের নির্দেশ তারা এই অ্যাপগুলিকে সরিয়ে দিয়েছে। যে সব অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে, তার ডেভেলপারদেরও এই কথা জানিয়ে দিয়েছে গুগল। HT Tech-কে একটি বিবৃতিতে এই কথা জানিয়েছে গুগলের মুখপাত্র। সরকারের আদেশটি তারা খতিয়ে দেখছে বলেও জানিয়েছে গুগল।

প্রসঙ্গত টিকটক,লাইকি,শেয়ারইট সহ ৫৯ টি অ্যাপ ব্যান হয়ে যাওয়ার পরের দিন থেকেই অধিকাংশ অ্যাপ আর গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছিল না। সার্চ রেজাল্টে টিকটক লিখলে কিছুই আসছিল না বা কোনও অনামি হোস্টের ঠিকানা আসছিল, যারা দাবি করছিল যে সেখান থেকে টিকটক করা যাবে।

তবে,শ্যেইনের মতো কিছু অ্যাপ যদিও প্রাথমিকভাবে ব্যান হওয়ার পরেও ডাউনলোড করা যাচ্ছিল বলে দাবি করেন অনেকে। এবার অবশ্য সব পথ বন্ধ হয়ে গেল গুগল প্লে স্টোর থেকে ব্লক করে দেওয়ায়।

সূত্র :Hindustantimes

Scroll to Top