ভয়ার্ত মন | আবুবকর সিদ্দিক শিবলী

না জানি আমি
বসেছি টেবিলে কতবার
লিখতে নিজ কবিতাচয়নে
নিমিত্তার্থ ভাবুক প্রসার।

কি নিয়ে লিখব
সেটা একান্ত আমি
ভেবেছি নিরবে বারংবার
কিন্তু কোনো উপায়ন্তর
খুঁজে পাইনি তার।

পাবোইবা কেমনে আর
যখন দেখে নিথর
ভয়ার্ত মনটা আমার
চারদিকে মনুষ্যের হাহাকার
নিজেকে বাঁচানোর প্রয়াসে
সবে আছে বসে
বদ্ধ ঘরে নির্বিকার।

শুনছে আর্তনাদের সাথে
হাওয়ায় ভেসে আসা
গণমানুষের ক্লান্ত চিৎকার
যাদের ইচ্ছে ছিল
বিশ্বনিখিলে কতকবর্ষ বাঁচবার।

দেখছে অসহায় তারাও,
কভিড-১৯’র করাল গ্রাসে
করোনা ভাইরাসের নির্যাসে
ভাঙা জগত সংসার
বিচ্ছিন্ন ভ্রাতৃত্ব সমাহার।

জনে জনে মৃত্যুপুরীর
সনে ধাবিত হওয়ার
নিষ্ঠুর নির্মম সমাচার
বাড়ছে হাজারে হাজার।

লেখক: শিক্ষার্থী, ১ম বর্ষ,  কম্পিউটার বিজ্ঞান  ও প্রকৌশল বিভাগ, বশেফমুবিপ্রবি। 

Scroll to Top