মা-বাবার সঙ্গে পিকনিকে গিয়ে ছেলের মৃত্যু

সারাদেশ টুডে


নেত্রকোনার দুর্গাপুরে মা-বাবার সঙ্গে পিকনিকে গিয়ে অটোরিকশা চাপায় হাবিবুল্লাহ সিদ্দিক ফাহিম নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত হাবিবুল্লাহ ময়মনসিংহের নাসিরাবাদ দাখিল মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র। সে ময়মনসিংহ সদর উপজেলার হাবিবুর রহমানের ছেলে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউপির রানীখং মিশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার এসআই সুমন চন্দ্র দাস।

এসআই সুমন চন্দ্র দাস জানান, ফাহিম আজ (সোমবার) মা-বাবার সঙ্গে পিকনিকে দুর্গাপুরে আসে । বিভিন্ন স্থানে ঘোরা-ঘুরির এক পর্যায়ে রানীখং মিশনের সামনে আসে। এ সময় বাবার হাত ছেড়ে সড়ক পার হতে গেলে বিপরীত থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন।

Scroll to Top