মানবতার কোনো বিল হয় না


রেস্টুরেন্টের নামঃ Mezzan Haile Aaiun মেজ্জান হাইলে আইয়্যুন, আগ্রাবাদ, চট্টগ্রাম।


সময়টি দুপুর, বাইরে তখন প্রচুর বৃষ্টি। এই ভাইয়াটি ‘‘মেজ্জান হাইলে আইয়ুন’’ এর আগ্রাবাদ শাখায়” রেস্টুরেন্টে প্রবেশের সময় বৃদ্ধটি তার থেকে কিছু সাহায্য চাইল।

উনি তখন তার থেকে সময় নিয়ে আমার একটা স্টাফ কে জিজ্ঞেস করেন, উনাকে নিয়ে ভিতরে বসতে পারবেন কিনা.??

আমার স্টাফ আমার অনুমতি নিতে আসলে আমি বিনা দ্বিধায় আসার অনুমতি দেই… (কারণ একজনের সাথের অতিথি যেমনই হোক সেটা উনার-ই গেস্ট…)

খাওয়া শেষে বিল চাইলে, তাকে দেওয়া আমার বিল দেখে উনি অবাক হয়ে টেবিল থেকে উঠে এসে আমার কাছে আসেন… আর জোড় পুর্বক অনুরোধ করেন উনার গেস্টের বিল নিতে… না হয় উনার উদ্দেশ্য সফল হবেনা….

পরিশেষে তাকে বুঝাতে সফল হলাম যে, আমি ফ্রি কিছুই করিনাই, বিল তো নিয়েছি, “তবে মানবতার তো কোনো বিল হয় না কোথাও..!”..

পরিচয়ের এক পর্যায়ে জানতে পারলাম উনি দেশের একজন মেরিনার। এমন মানবতার ফেরিওয়ালা কে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা আর স্যালুট।

লেখা: আব্দুল্লাহ আল আলম
(ফেসবুক থেকে সংগৃহীত)

Scroll to Top