মাস্ক না পরায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রীকে জরিমানা করল স্বাস্থ্য মন্ত্রণালয়

আন্তর্জাতিক টুডেঃ করোনাভাইরাস পরিস্থিতিতে ফেস মাস্ক না পরায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভকে জরিমানা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

একটি গির্জা পরিদর্শনে গিয়ে মুখে মাস্ক পরার বিধান না মানায় ১৭৪ মার্কিন ডলার জরিমানা গুণতে হচ্ছে প্রধানমন্ত্রীকে।

এদিকে বার্তাসংস্থা রয়টার্সের কাছে পাঠানো এক ই-মেইলে মন্ত্রী কিরিল বলেছেন, প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভ ছাড়াও সাংবাদিক, আলোকচিত্রীসহ যারা ক্যামেরা নিয়ে গির্জায় তার সফরসঙ্গী ছিলেন তাদেরকেও জরিমানা গুণতে হবে। তবে গির্জার ভেতরে মাস্ক না পরা পাদ্রীদের জরিমানা হবে কিনা সেব্যাপারে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, বুলগেরিয়ায় এখন পর্যন্ত মাত্র ৩ হাজার ৯৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী এ ভাইরাসে দেশটিতে ২০৭ জনের মৃত্যু হয়েছে।

Scroll to Top