মেস ভাড়া ৫০০ টাকা বকেয়া থাকায় সার্টিফিকেট আটকে রাখলো রুমমেট বড় ভাই

জিটিসি টুডে


মেস ভাড়া ৫০০ টাকা বকেয়া থাকায় সার্টিফিকেট আটকে রাখলো রুমমেট বড় ভাই । এমন অমানবিক ঘটনা ঘটেছে সরকারি তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম শুভ’র সাথে ।

জানা যায়,সাইদুল ঢাকার দক্ষিণ বনশ্রী এলাকার রোড নম্বর-১০, ব্লক- এল, বাড়ি- নং ১৪, একটি মেসে থাকেন।শিক্ষার্থী সাইদুল বনশ্রী মেস বাসা না ছাড়াতে গত তিন মাস ধরেই যথাসাধ্য ভাড়া দিয়েছেন।তিন মাসে তার সর্বমোট ১৫ হাজার টাকা বকেয়া হয়। অল্প অল্প পরিশোধ করে বকেয়া রাখেন পঁচিশ শত টাকা। সাইদুল জানে না কবে গ্রাম থেকে ঢাকা ফিরবে।তাই তিনি মেস ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিলে পঁচিশ শত টাকার জন্য সাইদুলের সকল সার্টিফিকেট ও প্রয়োজনীয় কাগজপত্র আটকে রাখেন তার রুমমেট।

শুভ বলেন, আমি গত তিন মাস ধরেই গ্রামে থাকছি, টিউশনি নেই, বাবা মধ্যবিত্ত। কিন্তু মেসের ভাড়া জমে গেছে ১৫ হাজার টাকা।
তবুও ১২ হাজার ৫০০ টাকা পরিশোধ করেছি। বাসা ছেড়ে দেয়ার জন্য ঢাকা গিয়ে দেখি রুমমেট বড় ভাই আমার সকল সার্টিফিকেট ও প্রয়োজনীয় জিনিসপত্র আটকে রেখেছে।বারবার বলার পরও তিনি দিবেন না বলে নাকচ করেছেন। তিনি বলেন আগে পঁচিশ টাকা দাও পরে সার্টিফিকেট পাবা।

শেষে বলেন,আমি বলেছি বাড়ি ওয়ালার সাথে কথা বলে চলেন ভাড়া কমানো যায় কিনা। কিন্তু তিনি তা করবেন না, টাকা না দিলে সার্টিফিকেট ফেরত দিবে না। বাধ্য হয়ে আবার গ্রামে ফিরে আসি।এ সম্পর্কে সাইদুল ইসলাম শুভর রুমমেট মাইনুর এর সাথে যোগাযোগ করলে তিনি এ সম্পর্কে কোন কিছু বলতে পারবেন না বলে জানান ।

 

Scroll to Top