মেসভাড়া মওকুফ নিয়ে চবিতে গণস্বাক্ষর কর্মসূচি

ক্যাম্পাস টুডে  ডেস্ক :করোনাকালে সবচেয়ে বিপাকে অস্বচ্ছল শিক্ষার্থীরা।  আর বিশেষ করে মেসভাড়া নিয়ে।  সেই মেসভাড়া নিয়ে ব্যাতিক্রম উদ্যোগ নিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা।  মেসভাড়া মওকুফের দাবিতে অনলাইনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা। এই নিয়ে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ভাড়া মওকুফের দাবিও তুলেছেন।

গত শুক্রবার (৫ জুন) রাত ১১টার দিকে কর্মসূচি শুরু হয়েছে। এই পর্যন্ত কর্মসূচির প্রথমদিনে ১৫০ জন সাধারণ শিক্ষার্থী অংশ নেন।

মেসভাড়া মওকুফ প্রসঙ্গে শিক্ষার্থীদের দুই দফা দাবির মধ্যে আছে, বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীদের করোনাকালীন মেসভাড়া-কটেজভাড়া পরিশোধের দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। চট্টগ্রাম শহর এবং ক্যাম্পাসের আশপাশে থাকা মেস-কটেজে অবস্থানরত অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য এটি প্রযোজ্য হবে।

এই সময়ে যেন ছাত্রদের ভাড়া পরিশোধের তাগিদ দেওয়া না হয়, এ ব্যাপারে ক্যাম্পাসের আশপাশের মেস-কটেজ মালিকদের সঙ্গে সমন্বয় করে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমরা কয়েকদিন আগে বাসাভাড়া মওকুফ দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটা বিবৃতি দিয়েছি।

এটা বিশ্ববিদ্যালয়ের আপামর সাধারণ শিক্ষার্থীদের দাবি। সেটা যে শিক্ষার্থীদের গণদাবি প্রশাসন তা বুঝতে পারেনি। সেজন্য আমরা অনলাইনে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করছি। গণস্বাক্ষর সংগ্রহ শেষ হলে উপাচার্যের কাছে স্বাক্ষর সম্বলিত একটা স্মারকলিপি পেশ করব।

তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর ৫০, ৫১, ৫২ ধারা অনুযায়ী হল বা হোস্টেলের মাধ্যমে সকল শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব ছিল। কিন্তু তারা সেটা পারেনি। এতে অনাবাসিক শিক্ষার্থীদের কটেজ-মেস ভাড়ার খরচ গুণতে হচ্ছে। তাই সবার না হলেও অন্তত অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাঁড়ানো যৌক্তিক বলেই আমরা মনে করেন অধিকাংশ শিক্ষার্থীরা।

Scroll to Top