ওয়াশিম আকরাম
যবিপ্রবি প্রতিনিধ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘন্টায় ২৭১ টি নমুনা পরীক্ষা করে ৭৯ জনের কোভিড -১৯ পজিটিভ এবং ১৯২ জনের নেগেটিভ ফলাফল এসেছে। ৭৯ জনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত যশোর জেলায়।
যবিপ্রবি জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ও পুষ্টি খাদ্য ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার এ তথ্য নিশ্চিত করেন।
আজকের (৯ জুলাই) ঘোষিত করোনার টেস্টের ফলাফলে যশোরের ১১৩ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জন ;মাগুরার ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৬ জন;বাগেরহাটের ৬৭ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জন; ও সাতক্ষীরার ৫৬ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
এছাড়া পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে।