যশোর জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত

সারাদেশ টুডেঃ

যশোর জেলায় প্রথম করোনা শনাক্ত হয়েছে। যশোরের মণিরামপুর উপজেলায় একজন পুরুষ স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা  ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। যশোর জেলা প্রশাসক শফিউল আরিফ আজ রবিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রারানী দেবনাথ সাংবাদিকদের বলেন, মণিরামপুর হাসপাতাল থেকে সন্দেহভাজন ১১ জনের নমুনা সংগ্রহ করে খুলনায় পাঠানো হয়েছিল। তারমধ্যে একজনের রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি আমাদের স্বাস্থ্যকর্মী। বর্তমানে তিনি তার শ্বশুরবাড়িতে রয়েছেন। তিনি যে যে স্থানে ছিলেন সেইসব জায়গা শনাক্ত করা হচ্ছে। এরপর সেইসব এলাকা লকডাউনের ব্যবস্থা করা হবে।

তিনি আরো জানান , যশোর থেকে অ্যাম্বুলেন্স আসছে। তাকে যশোর বক্ষব্যাধি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানান, যশোরে এটিই প্রথম করোনা শনাক্তের ঘটনা। সিভিল সার্জন বিষয়টি আমাকে অবহিত করেছেন। উপজেলা প্রশাসনের লোকজন সেখানে গিয়েছেন। তাকে পৃথকীকরণ এবং তার সংস্পর্শে আসা লোকজনকে শনাক্তের কাজ শুরু হয়েছে।

Scroll to Top