যশোর টুডেঃ যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১১ জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে জেলায় আক্রান্ত হয়েছেন ৩৫২ জন।
এর মধ্যে যশোর সদরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ২০০ জন, এছাড়া কেশবপুরে ১০ জন, ঝিকরগাছায় ৪৫ জন, অভয়নগরে ২২ জন, মনিরামপুরে ২৩ জন, বাঘারপাড়ায় চারজন, শার্শায় ১০ জন ও চৌগাছায় ৩৮ জন। এ নিয়ে জেলায় করোনায় শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫২২ জন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেডেট ওয়ার্ড রেডজোনে বৃহস্পতিবার ভর্তি রোগী রয়েছেন ১৬১ জন এবং ইয়েলোজোনে ৭৪ জন।