যশোরে ৬০ শতাংশ মেসভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট


গত ২৮ জুন যশোর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। রবিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ১ ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, আমাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ঝুঁকিতে ফেলে জেলা প্রশাসন মেসভাড়া ৬০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত পরিবর্তন করে ২৫ শতাংশ করেছে। আমরা কোনোভাবেই এই সিদ্ধান্ত মেনে নিতে পারছি না। তাই দ্রুত পূর্ব ঘোষিত ৬০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত কার্যকর না করলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

অন্যদিকে এ কর্মসূচি তে অবস্থান নেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা কমিটির সভাপতি উজ্জ্বল বিশ্বাস, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি পলাশ বিশ্বাস,সাধারণ সম্পাদক পলাশ পাল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সংগঠক জান্নাতুল ফেরদৌস অন্তরা, সাধারণ ছাত্র অধিকার পরিষদের সংগঠক সাদিয়া সুলতানা রিয়া, মানবতাবাদী মেস ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ আনোয়ারসহ আরও অনেকে।

২৫ শতাংশ নয়,বরং আগের ঘোষণা অনুসারে মেসভাড়া ৬০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত কার্যকর করার দাবিকে সমর্থন করে সংহতি জানিয়েছেন তারা।

Scroll to Top