রাবি ভিসির রুটিন দায়িত্ব পেলেন অধ্যাপক আনন্দ কুমার

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাকে ‘উপাচার্য রুটিন’ দায়িত্ব দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৬ মে) উপাচার্যের মেয়াদ শেষ হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ আদেশ দেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব শামিমা বেগম স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর মেয়াদপূর্তিতে পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত অর্ন্তবর্তীকালীন অবস্থা হিসেবে উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস চ্যান্সেলর দৈনন্দিন রুটিন দায়িত্ব পালন করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হলো।’

এর আগে ৬ মে রাবি ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহানের মেয়াদ শেষ হয়।

Scroll to Top