মাজেদুল ইসলাম, শেকৃবি প্রতিনিধিঃ ঋতুর আবর্তনে শীত বাংলাদেশের বুকে নেমে আসে এবং বাংলার উদ্বাস্তু ও দারিদ্র্য মানুষের জনজীবনে বয়ে আনে দুর্ভোগ।শীতকালের কনকনে ঠাণ্ডায় রাজধানী ঢাকার উদ্বাস্তু মানুষগুলোর গায়ে জড়ানোর মতো সামান্য কম্বলও জোটে না অনেক সময়।প্লাস্টিকের বস্তা গায়ে কোন রকম রাস্তার ফুটপাত বা ওভারব্রিজের কোণায় এসব মানুষ কোনরকম দিনাতিপাত করে।
ঢাকার উদ্বাস্তু এসব মানুষের একাংশের, শীতের এই দুর্দিনে উষ্ণতা ছড়িয়ে দিতে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর উদ্বাস্তু ও পথশিশুদের জন্য কল্যাণমূলক সংগঠন “আলোকিত মানুষ ” কম্বল বিতরণ করে।
“আলোকিত মানুষ”সংগঠনটির মডারেটর ড. কে বি এম সাইফুল ও প্রভাষক মীর মোহাম্মদ আলীর নেতৃত্বে সংগঠনটির কর্মীরা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে রাতের অন্ধকারে এসব উদ্বাস্তু মানুষের মধ্যে কম্বল বিতরণের মাধ্যমে উষ্ণতা ভাগাভাগি করার চেষ্টা করেন।