সাহিত্য ডেস্ক
বাংলাদেশের বহুল আলোচিত ব্যান্ড ‘জলের গান’ এর গীতিকার, কম্পোজার, গায়ক, বাঁশী, সানাই ও মন্দোলা বাজক রাহুল আনন্দের জন্মদিন আজ। তিনি একাধারে চিত্রশিল্পী, সংগীতশিল্পী ও নাট্যশিল্পী।
১৯৭৬ সালের ৩০ জুন হবিগঞ্জে নানাবাড়িতে জন্ম রাহুল আনন্দের। হাওড়ের ঢেউয়ের সঙ্গেই কেটেছে এই গুণী মানুষটির শৈশব।
হাওড় অঞ্চলে জন্ম হলেও স্কুল জীবন কাটিয়েছেন নারায়াণগঞ্জে। এরপর কলেজ জীবন কেটেছে সিলেটে। সেখানেই থিয়েটারের সঙ্গে সম্পৃক্ততা।
হাওড়ের নদী-জলের সঙ্গে শৈশব কাটিয়ে কৈশোরে শহরের নাগরিক জীবন। এই দুই মিলেই তৈরি হয়েছে রাহুল আনন্দের শিল্পীমানস। এ জন্যই হয়তো রাহুল আনন্দের গান শহুরে নাগরিক জনগোষ্ঠীর পাশাপাশি, প্রান্তিক মানুষও আপন করে নেয়।
কলেজে পড়ার সময় সিলেটের দর্পণ থিয়েটারে যোগ দেন রাহুল ও তার কয়েকজন বন্ধু। তখন থেকেই থিয়েটার চর্চা শুরু। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভর্তি হন।
একই সময়ে আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে আরণ্যক ছেড়ে গড়ে তোলেন নাট্যসংগঠন প্রাচ্যনাট। ২০০৬ সালে বন্ধুদের নিয়ে গড়ে তুলেন গানের দল ‘জলের গান’।
ঝরা পাতা, বৃষ্টির গান, বকুল ফুল এরকম অসংখ্য গানের জন্য বর্তমান সময়ে দেশের জনপ্রিয় ফোক ব্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে ব্যান্ড দল ‘জলের গান’।
বেশিরভাগ সময়েই তারা দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে গিয়ে সরাসরি পারফর্ম করে।