শেকৃবি অধ্যাপক মো. রুহুল আমিন আর নেই

ডেস্ক রিপোর্ট


শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. রুহুল আমিন মারা গেছেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি কোলন ক্যান্সারে ভুগছিলেন।

গত শুক্রবার (২৬শে জুন) দুপুরে ক‍্যাম্পাসের ডরমিটরিতে তিনি মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

জানা যায়, গত শুক্রবার বাদ আসর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে মরহুমের জানাযা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে তাকে দাফন করা হয়। ক্যান্সারের চিকিৎসায় বাসায় থেকেই অপারেশন পরবর্তী কেমাথেরাপি নিচ্ছিলেন তিনি।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভিসি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। তিনি মরহুমের রুহের মাগফেরাত ও কামনা করেন তিনি।