শৈশবের স্মৃতি

আব্দুল্লাহ আল জিহান


মাঝে মাঝে ঝিনুকের মতো খুলে যায় স্মৃতির ঝুলি
একাকিত্ব বিষণ্নতার মাঝে করি আত্মসমর্পন,
সময়ের ভাঁজে ভাঁজে সজ্জিত সুপ্ত সোনালি প্রীতি
হাতড়ে বেড়াই নিজের অজান্তে, নিষ্পাপ কোমল স্মৃতি।

হায় ! কোথায় আমার বিগত জীবনের নিষ্কলঙ্ক দিন
ছোট্ট চোখে দেখা নতুন নতুন বিশাল ভূবন,
ভেসে উঠে ক্ষণে ক্ষণে মনের জানালায় বাদুড়-ঝোলা করে
ডাকি আয় ফিরে আয় একবার, একবারের তরে।

যায় দিন বাড়ে ঋণ এখন শুধু সময়ের অপচয়
সময়ের বাস্তবতায় প্রতিদিন ডুবে যাই দুঃখের সাগরে,
ফুলের মতো নিষ্পাপ, রংধনুর রঙ্গিন স্বর্ণ সময়
মহা-কাল স্রোতস্বিনী জগন্ময়।

হাহাকার ভরা স্বপ্ন বেদনাময় দুঃসময় দাঁড়াই কোথা
হাসি খুশি ভরা প্রাণময় যেমন ছিল সেদিন,
এখন ঘুম থেকে জেগে ফেলি দীর্ঘ নিঃশ্বাস
কোথা পাই একদন্ড শান্তি, করি এপাশ ওপাশ।

জীবনের প্রয়োজন সময় স্রোত ক্রমে শক্ত করেছে
কোমল দিনগুলো পাথরের মতো,
আজ খুঁজি অস্থির সময়ে হৃদয় মাখানো বৈভব
কোথায় আমার সেই নিষ্পাপ কোমল শৈশব !

Scroll to Top