শ্রমিক ছাঁটাই না করতে বিজিএমইর প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের

জাতীয় টুডেঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা সংকটে শ্রমিকদের ছাঁটাই না করতে বিজিএমইএ’র প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (৮ জুন) সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি।

ব্রিফিংয়ে  বলেন, শ্রমিকরা সুদিনে মালিকদের মুনাফা এনে দিয়েছেন। তাই শুধু ব্যবসা নয়; তাদের প্রতি সহমর্মী হয়ে ছাঁটাই না করার অনুরোধ জানান তিনি।

এক পর্যায়ে বলেন, করোনাকালে ছাঁটাইয়ের সিদ্ধান্ত হবে, মড়ার ওপর খাড়ার ঘা।

চিকিৎসা না পেয়ে, হাসপাতালে ঘুরে মৃত্যু যেন প্রতিনিয়ত, এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে মানবিক আচরণের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Scroll to Top