সর্বনাম পদ কাকে বলে?

সর্বনাম পদ কাকে বলে?

বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে।

আসলে একই বিশেষ্য পদ বাং বার ব্যবহার না করে তার পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাই সর্বনাম পদ।

সর্বনাম কাকে বলে এ সম্পর্কে আমরা জানলাম, এবার আমরা সর্বনামের উদাহরণ ও প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব।

সর্বনাম পদের উদাহরণ :

বর্ষা সকালবেলা পড়াশোনা করে। বর্ষা দুপুরবেলায় স্কুলে যায়। বর্ষা বিকালবেলায় টেনিস খেলে। বর্ষা সন্ধ্যাবেলা পড়তে বসে।

উপরে কথিত বাক্যগুলিতে বর্ষা শব্দটি চারবার ব্যবহৃত হয়েছে। তার ফলে একটা একঘেঁয়েমি এসেছে তাই বাক্যগুলিকে যদি এইভাবে লেখা যায় –

বর্ষা সকালবেলায় পড়াশোনা করে। সে দুপুরবেলায় স্কুলে যায়।সে বিকালে টেনিস খেলে। সে সন্ধ্যেবেলা পড়তে বসে।

উক্তি কাকে বলে ও কত প্রকার?

Scroll to Top