খেলাধুলা টুডে:
এবার করোনার হানা দিল পাকিস্তান ক্রিকেটে। লেগ স্পিনার সাদাব খানের শনাক্তের খবর শুনে মনে হয় পাকিস্তান বোর্ড এবার বেশি চিন্তিত। আর এই করোনায় ইংল্যান্ড সফরের আগে জোরালো ধাক্কা পাকিস্তান ক্রিকেটে। একসঙ্গে তিনজন পাক ক্রিকেটারের শরীরে মিলল করোনা ভাইরাসের উপস্থিতি।
প্রথম সারির তিনজন তারকা হায়দার আলি, শাদব খান ও হ্যারিস রউফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে গত সোমবারই জানিয়ে দেওয়া হয় তিন ক্রিকেটারের করোনা পজিটিভ হওয়ার কথা।