সুবোধ তুই ফিরে আয়

আরিফ হোসাইন হিয়া


করোনাভাইরাস বিশ্বব্যাপী প্রলয় সৃষ্টি করেছে। সারাবিশ্বে যেহারে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার শেষ পরিণতি কী হবে তা আমাদের সকলেরই অজানা।

বর্তমানে আমাদের দেশেও ব্যাপক হারে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমনকি মৃত্যুর সংখ্যা ও দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু এই করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি হওয়ার পিছনে আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে।

একজন প্রকৃত মানুষকে যেমন চিনতে শিখিয়েছে তেমনি স্বার্থপরদের চিহ্নিত করতে সাহায্য করছে । কেননা আমাদের ভুলে গেলে চলবে না এবং আমাদের সকলকে একটা বিষয় মনে রাখতে হবে যে, এটি আল্লাহ প্রদত্ত একটি গজব কিংবা মহামারী। তিনি আমাদের একটি বড় পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। আর এর জন্য দায়ী কিন্তু আমরাই।

এখানে কেউ কি ইচ্ছা করে আক্রান্ত হতে চাইবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও যদি কেউ আক্রান্ত হয় । তাহলে আক্রান্ত হওয়া রোগীকে আমরা অপরাধী হিসেবে চিহ্নিত করছি কেন? আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি আক্রান্ত রোগীর খুব কাছের মানুষদের, পরিবারের মানুষদের পাশে না থাকতে কিংবা সেবা-শুশ্রূষা করতে।

অথচ আমাদের উচিত ছিল এই মহামারী সংকটকালীন সময়ে তাদের পাশে ভিত হয়ে দাঁড়াতে। আমরা কতটা স্বার্থপর হলে তাদের সাথে এমন আচরণ করতে পারি? তবে তার বিপরীতটাও লক্ষ্য করা যাচ্ছে। কেননা বহু মানুষ মৃত্যুঝুঁকির ভেতরেও মানব ধর্মের পতাকা তুলে রাখে। মানব সেবাই যেন তার কাছে পরম ধর্ম।

এ ক্ষেত্রে যেমন আক্রান্ত ব্যক্তির কাছের মানুষ পাশে থাকছে এবং সেবা-শুশ্রূষা করছে ঠিক তেমনি ডাক্তার এবং নার্সদের কথা ও বলা যায়। যারা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বাঁচাতে গিয়ে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। এমনকি মৃত্যু হতে পারে এমন ভয়কে তোয়াক্কা না করে প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছেন। মূলত এরাই মানবধর্ম কে সমুন্নত রাখতে চাই।

আবার অনেক কাছের মানুষ, ডাক্তার ও নার্সরা মৃত্যুর ভয়ে নিজেদের পেশাগত জায়গা থেকে দূরে সরে গেছে। যদি তারা এমন মানসিকতায় লালন করে তাহলে তাদের ডাক্তার এবং নার্স হওয়ার আদৌ দরকার ছিল কি? আমরা এদেরকে নার্স কিংবা ডাক্তার বলছি না বরং এরা স্বয়ং সুবিধাবাদী মহাস্বার্থপর। এই মহামারিকালীন সংকটে মানব সেবা থেকে দূরে সরে যাওয়া মানে মানব ধর্মহীনতার পরিচয় দেওয়া।

এছাড়াও অনেক হাসপাতাল কর্তৃপক্ষের নিষ্ঠুর আচরণ ও সিদ্ধান্ত লক্ষ্য করা যাচ্ছে। কেননা মৃত্যু ভয়ের ঝুঁকিতে আক্রান্ত রোগীদের ভর্তি ও করাচ্ছে না। অনেক রোগী ধুকেধুকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত কি মানবহীনতার পরিচয় নয়? অথচ এই দুঃসময়ে মানব সৃষ্টির সেরা জীব মানুষের মতোই ভূমিকা রাখার কথা ছিল। সমুন্নত রাখার কথা ছিল মানব ধর্মকে। হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার নার্স ও আক্রান্ত রোগীর কাছের মানুষদের বোঝা উচিত ছিল।

এই সংকটকালীন মুহূর্তে ধর্ম কি বলে। ধর্ম বলছে এই সময় কেউ মারা গেলে তিনি শহীদের পেয়ালা পান করে মারা যাবে। আমরা যারা ধর্মকে বিশ্বাস করি তাদের এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? মানবতার কাছে প্রশ্ন? আমাদের বুঝতে হবে মহামারীর চেয়ে মানবধর্ম অনেক বড়। তাই জয় হোক মানব ধর্মের ও বেঁচে থাকুক মানবিকতা। পরিশেষে একটি কথাই বলতে চাই “সুবোধ তুই ফিরে আয়”।

লেখকঃ শিক্ষার্থী, নৃবিজ্ঞান বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

Scroll to Top