স্কুল থেকে বাড়ি ফেরা হলো না ‘অপুর’

ক্যাম্পাস টুডে


কাভার্ডভ্যানের ধাক্কায় ফয়েজ অপু (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের পটিয়ায় উপজেলার আমজুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্র মোসাদ্দেক ইয়াকুবদণ্ডীর মো. মোরশেদ আলমের ছেলে। তিনি উপজেলার ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় রবিউল হোসাইন নামে একজন জানান, “স্কুল শেষে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয় অপুকে। সাথে সাথে সে রাস্তায় ছিটকে পড়ে যায়।স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।”

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া ক্রসিং থানার ওসি বোরহান উদ্দীন। তিনি জানান, “এই ঘটনায় জড়িত চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িও থানা হেফাজতে রয়েছে।”

Scroll to Top