স্থায়ী নিয়োগের জন্য মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট


স্বেচ্ছা শ্রমের মাধ্যমে স্যাম্পল কালেকশন ও পরীক্ষার কাজে নিয়োজিত মেডিকেল টেকনোলজিস্টরা রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে স্থায়ী নিয়োগ চেয়ে আবেদন জানিয়েছেন ।

আজ সকালে এ দাবিতে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে মানববন্ধন করেন তারা। আন্দোলনকারীরা নিয়োগের দাবি করে গণমাধ্যমকে বলেন, যখন সকল স্তরের সেবাদানকারীরা সেবা দানে অনীহা প্রকাশ করছিল তখন জীনবেন ঝুঁকি নিয়ে করোনা রোগীদের স্যাম্পল কালেকশন ও পরীক্ষার কাজে সরকারকে সহযোগীতা করেছে।

 

আরও বলেন এর মধ্যে ১৪৫ জন নিয়োগ দেয়া হলেও সেচ্ছাসেবকরা নিয়োগ থেকে বঞ্চিত হন। অথচ তারা একই সাথে একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানান তারা ।

Scroll to Top