স্বামীর পর গুগলে ডাক পেলেন নর্থ সাউথের নাবিলা

ক্যাম্পাস টুডে ডেস্ক: গুগলের সফটওয়্যার প্রকৌশলী হিসেবে দেশের হয়ে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের ছাত্রী নাবিলা আহমেদ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হিসেবেও নাবিলা প্রথম গুগলে ডাক পেলেন। শিগগিরিই তিনি গুগলের লন্ডন অফিসে যোগ দেবেন বলে জানা গেছে। এর আগে ওই ছাত্রীর স্বামী ও নর্থ সাউথের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ সামিউল আলম গুগলে যোগ দেন।

নাবিলার এক সহপাঠী বলেন, নর্থ সাউথ থেকে আমরা আরেকজন গুগলার পেয়েছি। আমি তার সহপাঠী হিসাবে এবং বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী হিসাবে তাকে নিয়ে আমরা গর্বিত। তিনি বলেন, নাবিলা বর্তমানে থটওয়ার্কস নামে একটি কোম্পানীতে ডেভেলপার হিসেবে কাজ করছেন বলে জানা গেছে।

এর আগে গত সপ্তাহে অনিক সরকার নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী গুগলে ডাক পেয়েছিলেন। সফটওয়্যার প্রকৌশলী হিসেবে ডাক পাওয়া এই ছাত্রের কর্মস্থল গুগলের ইউরোপীয় হেড অফিস ডাবলিনে।

Scroll to Top