ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণ, ধর্ষকের হাসিমুখ ভাইরাল

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,

সারাদেশ টুডে


ধর্ষণের শিকার হয়েছে ছয় বছর বয়সের এক শিশুকন্যা। মঙ্গলবার দিনাজপুরের চিরিরবন্দরে ধর্ষণের শিকারের ঘটনা ঘটে।

পুলিশ ধর্ষক মুরসালিনকে (২১) গ্রেপ্তার করেছে। গ্রেফতারের সময় ধর্ষককে হাসিমুখে দেখা যায়। গ্রেপ্তারকৃত মুরসালিন চিরিরবন্দর উপজেলার মথুরাপুর গ্রামের নুর হোসেনের ছেলে।আজ বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ধর্ষণে শিকার হওয়া শিশুটি বর্তমানে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর উপজেলার মথুরাপুর গ্রামে মঙ্গলবার দুপুরে শিশুটি বাড়ির সামনে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিলো। এসময়, মুরসালিন তাকে কৌশলে একটি নির্মাণাধীন বাড়ির ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

শিশুটির চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে ধর্ষক মুরসালিন পালিয়ে যায়। পরে, শিশুটিকে উদ্ধার করে প্রথমে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর চিরিরবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে মুরসালিনকে আটক করে। শিশুটির পিতা বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds