‘অক্সিজেন’ একটি সাইদুর রহমান তানিমের উপন্যাস

নুরুল করিম মাসুম Avatar

ক্যাটাগরি :
'অক্সিজেন' একটি সাইদুর রহমান তানিমের উপন্যাস

সাইদুর রহমান তানিম এই সময়ের উদীয়মান তরুণ লেখক। লিখে যাচ্ছে ভালোবাসা এবং ভালো লাগা থেকে। আগামী একুশে বই মেলা কেন্দ্র করে শীগ্রই প্রকাশ হচ্ছে এই প্রতিভাবান তরুণ লেখকের প্রথম উপন্যাস- ‘অক্সিজেন’।

বইটির প্রচ্ছদ করেছেন নান্দনিক প্রচ্ছদ শিল্পী পরাগ ওয়াহিদ। এবং বইটি প্রকাশ পাবে বিসর্গ প্রকাশনীর ব্যানার থেকে। সে সাথে বইটির প্রি-অর্ডার শুরু হবে ২০২১ সালের জানুয়ারি মাস থেকে।

বই সম্পর্কে অনুভূতি প্রকাশকালে লেখক সাইদুর রহমান তানিম বলেন- আমার উপন্যাসের গল্পটি একেবারে জীবনের গল্প! কিংবা মধ্যবিত্ত পরিবারের বাবা হারানো একজন ছেলের জীবন যুদ্ধের গল্প। যেখানে পদে পদে ছেলেটি প্রতারিত হয়। এবং সফলতার ধারপ্রান্তে পৌঁছেও যে পিঁছিয়ে পড়ে প্রিয়তমার ছলনায়।

তবে বলা যায়, সর্বপরি সমকালীন এবং মৌলিক ধরণের এই উপন্যাসটি পাঠক নন্দিত হবে, এবং লেখক কে সাহস যুগাবে আগামীর জন্য। উল্লেখ্য, লেখক সাইদুর রহমান তানিমের জন্ম ভোলা জেলায়। লেখক বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে বিএসসি ইন কম্পিউটিং এন্ড ইনফরমেশন সিস্টেম নিয়ে অধ্যায়নরত।

প্রতিবেদকঃ নুরুল করিম মাসুম/ সাহিত্য সহ – সম্পাদক/ দ্য ক্যাম্পাস টুডে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds