অনলাইন ক্লাসেও উপস্থিতি গননা!শিক্ষকদের আন্তরিক হওয়ার অনুরোধ ঢাবি শিক্ষার্থীদের

অনলাইন ক্লাসেও উপস্থিতি গননা!শিক্ষকদের আন্তরিক হওয়ার অনুরোধ ঢাবি শিক্ষার্থীদের

সানজিদ আরা সরকার বিথী

ঢাবি প্রতিনিধি


ঢাবিতে সীমিত পরিসরে অনলাইন ক্লাস শুরু হয়েছে ১ জুলাই থেকে। ঢাবির অর্ধেকের ও কম শিক্ষার্থী ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে;বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক ভাবে বেশি থাকলেও অন্যান্য অনুষদের শিক্ষার্থীদের উপস্থিতি কম।

ঢাবির অনেক শিক্ষার্থী দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত ;সুযোগ পাচ্ছেনা অনলাইন ক্লাস করার।শিক্ষার্থীদের নানা সমস্যার (নেটওয়ার্ক সমস্যা, এমবি সমস্যা, আর্থিক সমস্যা ইত্যাদি) কারনে প্রথম থেকেই অনলাইন ক্লাসের উপর বিমুখতা ছিল ঢাবি শিক্ষার্থীরা। এসকল বিষয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন ঢাবি প্রতিনিধি সানজিদা আরা বিথী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী দ্য ক্যাম্পাস টুডেকে বলেন,ক্লাস করছি রাস্তার পাশে গিয়ে;কোনোদিন আবার করতে পারছিনা।তার উপর আবার অনলাইন ক্লাসেও উপস্থিতি গননা করা হয়।শিক্ষকদের বুঝা উচিত যে কেউ শখ করে ক্লাস মিস দেয়না।

আরেকজন শিক্ষার্থী দ্য ক্যাম্পাস টুডেকে জানিয়েছেন, বন্যার কবলে জর্জরিত। অনলাইন ক্লাস এখন স্বপ্নের মত মনে হচ্ছে।ক্লাস করতে পারছিনা।শিক্ষকরা যদি ক্লাসগুলো ডাউনলোড করার সুযোগ রাখত সকলেরই খুব উপকার হত।

এমতাবস্থায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবার পরিধির বৃদ্ধি প্রয়োজন। অনেকের সাথে কথা বলে জানা গেছে কিছু কিছু শিক্ষক নিয়মিত ক্লাসের পাশাপাশি ক্লাস রেকর্ড করে ড্রাইভে দিয়ে দিচ্ছে;শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করার আপ্রান চেষ্টা করছে।

আবার কিছু শিক্ষার্থী জানিয়েছে অনলাইন ক্লাসে এটেন্ডেন্স গ্রহন নিয়ে এক ধরনের মানসিক অশান্তি। একটি পাবলিক বিশ্ববিদ্যালয় তখনই অনলাইন ক্লাস নেয়ার কথা ভাবতে পারে যখন সকল শিক্ষার্থীর শতভাগ অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে।কোনো শ্রেনি বৈষম্য চলতে দেয়া হবেনা।

তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর আকুল আবেদন যাতে ঢাবি প্রশাসন তাদের প্রতি আরো বেশি আন্তরিক হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *