অনলাইন ক্লাসের জন্য বরাদ্দ নেই; সরকারের কাছে ৫০ কোটি টাকার জন্য আবেদনের চিন্তা

অনলাইন ক্লাসের জন্য বরাদ্দ নেই; সরকারের কাছে ৫০ কোটি টাকার জন্য আবেদনের চিন্তা

ঢাবি প্রতিনিধি


করোনাভাইরাস মহামারীতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাবি ১ জুলাই থেকে সীমিত পরিসরে অনলাইন ক্লাস শুরু করলেও অর্ধেকের বেশি শিক্ষার্থী আর্থিক, পরিবেশগত বিভিন্ন সমস্যার কারনে অংশগ্রহণ করতে না পেরে বঞ্চিত হচ্ছে। এসব প্রতিবন্ধকতা নিয়েও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রথম থেকেই অনলাইন ক্লাসের জন্য অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের ডিভাইস,ইন্টারনেটসহ বিভিন্ন দাবিদাওয়া পেশ করলেও এবারের বাজেটে শিক্ষার্থীদের সহায়তার কোনো বরাদ্দ থাকছেনা।

গতানুগতিক এই বাজেট পেশের পর বিশ্ববিদ্যালয়ের ২০ হাজার শিক্ষার্থীকে স্মার্টফোন কিনে দিতে সরকারের কাছ থেকে ৫০ কোটি টাকা বিশেষ বরাদ্দ আবেদনের প্রস্তাব ওঠেছে অধিবেশনে।

এবিষয়ে অধ্যাপক সামাদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো ছাত্র ছাত্রীদের শিক্ষা কার্যক্রম। এ কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে, কিন্তু ব্যয় অব্যাহত রয়েছে। বিভিন্ন মহল হতে অনলাইন ক্লাসের প্রস্তাব আসছে।অনলাইন ক্লাস শুরু প্রস্তুতি হিসেবে যদি ২০ হাজার শিক্ষার্থীকে ২০ হাজার টাকা করে স্মার্টফোন কেনার জন্য অনুদান দেওয়া হয়, তবে ৪০ কোটি টাকার প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের নিকট হতে ৫০ কোটি টাকা বিশেষ বরাদ্দের আবেদন করা যেতে পারে।’

এবারের বাজেট প্রণয়ন নিয়ে তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারীর কারণে এখন পর্যন্ত প্রায় চার মাস বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ কার্যত বন্ধ থাকায় প্রয়োজনীয় যথার্থ আর্থিক তথ্যাদি সরবরাহ করা সম্ভব হয় নাই। আর্থিক বিধি-বিধান মেনে নির্ভুল বাজেট তৈরির সর্বোচ্চ প্রচেষ্টা থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে অনুমাননির্ভর তথ্যের ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়েছে।’

‘কোথাও কোনো বরাদ্দের সমন্বয় করা প্রয়োজন হলে বা কোনো তথ্যের পরিবর্তন প্রয়োজন হলে সংশোধিত বাজেটে সমন্বয় ও সংযোজন করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *