অপমানিত ভালবাসা

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

নাহিদুল ইসলাম ইমন


কি সুরে ডাকবো তোমায়?
কোন আদরে বাধবো তোমায়?
আমার সে ক্ষমতাই -বা কোথাই?
তোমাকে ভালবাসতে যে যোগ্যতার প্রয়োজন তা আর আমার কই?

তোমাকে কাছে পেতে যে মায়া প্রয়োজন তা হারিয়ে ফেলেছি সে তো কবেই!
তোমার পাড়ায় এখন নামী-দামী, যোগ্যদের ওঠাবসা,
তাদের ভীড়ে আমি যে অতি তুচ্ছ,নগন্য!
তোমার শহরে নিষিদ্ধ হয়েছে আমার ভালবাসা।

তোমাকে বাধবো যে মায়া দিয়ে,
সেটা ভাবাও নিছক বোকামিই,
বাধতে হলে যে যোগ্যতা লাগে,যে ব্যক্তিত্ব লাগে,
আমার সেসব কবেই গেছে হারিয়ে।

শুধু মায়া আর ভালবাসা দিয়ে বেধে রাখা যায় না,
বারংবার ভালবাসি বললেও কেউ কেউ আপন হয় না।
কিছু পারিনা বলেই তোমাকে নিয়ে মাঝেমধ্যেই কলম ঘোরায়,
ভালবাসতে না পারার ব্যর্থতা ভাবি বসে নিরালায়।

আমি যে ব্যর্থ প্রেমিক!
প্রেমিকার ভেতরের আর্তনাদটাই আমি শুনতে পাইনি,
হাতে হাত রেখে বলতে পারিনি ‘আমি শুধু তোমারই’
পাশাপাশি হেটে বলতে পারিনি এই পৃথিবী শুধু আমাদেরই,
মুখ দেখে মন পড়তে পারিনি,চোখের ভাষা বুঝতে পারিনি,
আলতো ছুয়ে কখনো চুমু আকতে জানিনি।

এতোশত পারিনি,জানিনি কেন বলোতো?
আমায় সেই অধিকারটুকুই তো তুমি দাওনি!
ভালবেসে যত আপন হওয়া প্রয়োজন তা তুমি হওনি,
আপন সুরে,মিষ্টি মায়ায় কখনো কাছেঅপমানিত ডাকোনি,
তবুও আমি কত্ত বোকা বলোতো!

এখনো আশায় বুক বাধি মায়ায় জড়িয়ে তোমায় রাখবো।
ভালবেসে বেশ বোকাই বনে গেলাম,তাইনা?
আমার হৃদয়ের অতৃপ্ত দহন,সীমাহীন আর্তনাদ তোমার পর্যন্ত পৌছায় না!
আচ্ছা তোমার শহরে উচ্ছিষ্ট হিসেবে কি আমার জায়গা হবে?

বরং প্রভু দ্বারে প্রার্থনা করো তবে,
মৃত্যু যেন ভালবেসে ছুয়ে যায় আমায়,
তোমার জীবনের আপদ বিদেয় হবে!

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet