অবশেষে ভর্তি ফি কমছে বশেমুরবিপ্রবি ভর্তিচ্ছুদের

অবশেষে ভর্তি ফি কমছে বশেমুরবিপ্রবি ভর্তিচ্ছুদের

বশেমুরবিপ্রবি টুডেঃ অবশেষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে এ বছর স্নাতক প্রথম বর্ষের ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৪,০০০ টাকা যা ২০১৮-১৯ শিক্ষাবর্ষের থেকে ৫০০০ টাকা কম। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি ফি ছিলো ১৯,০০০ টাকা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মোঃ শাহজাহান জানান, “রিজেন্ট বোর্ডের সদস্যদের সম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভর্তি ফি কমানোর পাশাপাশি আমরা চেষ্টা করছি সেমিস্টার ফি সহ অন্যান্য ফি গুলোও ধীরে ধীরে কমিয়ে আনতে।”

এদিকে দীর্ঘদিন ধরেই ভর্তি ফি সহ, সেমিস্টার ফি,ক্রেডিট ফি কমানোর দাবি জানিয়ে আসছিলো সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগ শিক্ষার্থীরাই দরিদ্র বা মধ্যবিত্ত পরিবারের সন্তান যাদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের এই উচ্চহারের ফি বহন করা বেশ কষ্টসাধ্য।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *