অভাব মোচনের দোয়া

অভাব মোচনের দোয়া

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসয়ালুকা মিন ফাদলিকা ওয়া রহমাতিকা; ফা-ইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা।

অর্থ : হে আল্লাহ, আমি আপনার দয়া ও অনুগ্রহ প্রার্থনা করছি। কেননা কেবল আপনিই দয়া ও অনুগ্রহ করার ক্ষমতা রাখেন।

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অতিথি এলেন। তিনি তার স্ত্রীদের কাছে খাবারের জন্য সংবাদ পাঠালেন। কিন্তু কারও কাছে খাবার পাওয়া গেল না। তখন তিনি উল্লিখিত দোয়া পাঠ করেন। অতঃপর তাকে ভুনা গোশত হাদিয়া দেওয়া হলো। এটা আল্লাহর দয়া, আমরা তার অনুগ্রহের অপেক্ষা করছি। -সুনানে তাবারানি : ১০৩৭৯

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *