অর্থমন্ত্রী মুস্তফা কামালের বাসায় চুরি

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,

ক্যাম্পাস টুডে ডেস্ক


অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাসায় শুক্রবার (১৩ ডিসেম্বর, ২০১৯)চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকার গুলশান থানায় একটি মামলা হয়েছে।

মামলার আসামি মন্ত্রীর গৃহকর্মী সালমা বেগম। বর্তমানে ওই গৃহকর্মী পলাতক। মামলাটি করেন লোটাস কামাল গ্রুপ অব কোম্পানির ম্যানেজার জাহাঙ্গীর হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. খোরশেদ আলম জানান, গৃহকর্মী সালমা বেগমকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত। তার মোবাইল বন্ধ রয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে দ্রুততম সময়ের মধ্যেই তাকে গ্রেফতার করা হবে।

দায়ের করা ওই মামলার এজাহারের ভাষ্য অনুযায়ী, ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর গুলশান ২ নম্বরের ১০৩ নম্বর রোডের ১১ নম্বর বাসায় কাজ নেন গৃহকর্মী সালমা বেগম (৪৫)। তিনি সার্বক্ষণিক বাসায় থাকতেন। ১৩ ডিসেম্বর সকাল ১০টায় কাশমিরী কামালের (মন্ত্রীর স্ত্রী) বাসার আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে যান ওই গৃহকর্মী।

পরে ওইদিন বেলা ১১টা নাগাদ গৃহকর্মী সালমা বেগমকে খুঁজে না পেয়ে তাকে ফোন করেন কাশমিরী কামাল। কিন্তু সালমা বেগমের ফোন বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds