জাতীয় টুডেঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিও ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। আগামীকাল মঙ্গলবার দুপুর ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এমন তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।
শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত সভায় প্রতি বছরই শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রবিবার (২১ অক্টোবর) শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় ইতিবাচক সাড়া না পেয়ে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষকরা।এ দিকে যোগ্য-অযোগ্য বিবেচনা না করে গড়পড়তা এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেছেন ননএমপিও শিক্ষকদের একাংশ।
চলমান এমপিওভুক্তির প্রক্রিয়ায় নীতিমালার আলোকে যেসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে পারবে না, তাদের যোগ্য হিসেবে গড়ে তুলতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি।
দ্য ক্যাম্পাস টুডে।