আগামীকাল ইবিতে আসছেন আবুল মকসুদ

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

ইবি টুডেঃ ‘আবুল মনসুর আহমদের সাহিত্যে সমাজের ধর্মান্ধতা ও শ্রেণিচরিত্র’ সেমিনারে প্রধান অতিথি হিসেবে আগামীকাল ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসছেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ।

বুধবার বাংলা বিভাগের আয়োজনে রবীন্দ্র-নজরুল কলা ভবনের গ্যালারী কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম। এছাড়াও বিশেষ আলোচক হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদ ও দ্য ডেইল স্টারের সাংবাদিক ও সাহিত্যিক ইমরান মাহফুজ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহা. সাইদুর রহমান।

সেমিনারে আবুল মনসুর আহমদের সাহিত্যে সমাজের ধমার্ন্ধতা ও শ্রেণিচরিত্র বিষয়ে আলোচকরা বিস্তারিত আলোচনা করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds