আগামী ১৫ জুন থেকে অনলাইনে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ক্যাম্পাস টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

দ্যা ক্যাম্পাস টুডেঃ অনলাইনে ১৫ জুন থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) বিভিন্ন সেমিস্টারের ফাইনাল পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (১২ মে) দুপুরে জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫২তম একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ভার্চুয়ালি অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। সভা সঞ্চালনা করেনরেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব মীর্জা ফারুক ইমাম।

সভায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদ, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদ ও ফিশারিজ অনুষদের বিভিন্ন সেমিস্টারের ফাইনাল পরীক্ষা অনলাইনে গ্রহণের পক্ষে শিক্ষকরা মত ব্যক্ত দিয়েছেন। সে পরিপ্রেক্ষিতে সিভাসুর ১৫ জুন থেকে বিভিন্ন সেমিস্টারের ফাইনাল পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds