ক্যাম্পাস টুডে ডেস্কঃ তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী হাফেজ মুগনিউল হাসান। গ্র্যান্ড ফিনালে মুগনিউলের হাতে পুরস্কার তুলে দেন আন্তর্জাতিক দাতা সংস্থা (আইএইচএইচ) এর আদানা শাখা সভাপতি মাহমুদ ইরসালিন।
শনিবার (২১ ডিসেম্বর) গ্র্যান্ড ফিনালে তিনজনকে পুরষ্কৃত করা হয়। তার মধ্যে প্রথম স্থান অর্জন করেন হাফেজ মুগনিউল হাসান।
হাফেজ মুগনিউল তুরস্কের আদানা শহরের চুকুরোভা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক থিওলজি বিষয়ে অধ্যয়নরত।
প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেন ফিলিস্তিনি শিক্ষার্থী হুসাম আল নাফফার এবং তৃতীয় স্থান লাভ করেন মিশরের শিক্ষার্থী আহমেদ আদেল।
আইএইচএইচ আদানা শাখা এবং আদানা শহরে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করা ‘চুকুরোভা ইন্টারন্যাশনাল স্ট্যুডেন্ট এসোশিয়েসন’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কিরাত প্রতিযোগিতায় প্রায় ত্রিশটি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ফাইনাল রাউন্ডে ছয়টি দেশের প্রতিনিধি বাছাই করা হয়।
প্রসঙ্গত, হাফেজ মুগনিউল হাসান বাংলাদেশে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় অধ্যয়ন শেষে তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে ২০১৬ সালে তুরস্কে যান।