বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:৪৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে ভারতে যাচ্ছেন ইবি শিক্ষক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯, ৪.৫৬ পিএম

ইবি টুডেঃ ‘ডিজাস্টার রেসিলেন্ট স্মার্ট সিটিস’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিম বানু। ডেভেলপমেন্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ৪ থেকে ৬ ডিসেম্বর ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ‘ডিজাস্টার রেসিলেন্ট স্মার্ট সিটিস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক গবেষক প্রবন্ধ উপস্থাপন করবেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিম বানু গভর্নেন্স এন্ড পলিসি ফর ঢাকা: বিল্ডিং স্মার্টার সিটি’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করবেন বলে জানা গেছে।

এর আগে ড. নাসিম বানু যুক্তরাজ্য, কোরিয়া, তুরস্ক, শ্রীলংঙ্কা, নেপাল এবং ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, উন্নয়ন পরিকল্পনা এবং টেকসই উন্নয়নসহ নানা সমসাময়িক বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেছেন।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today