আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ

আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ

ঢাবি টুডে


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগ চালু রাখার দাবিতে সংহতি সমাবেশ করেছেন ।

মঙ্গলবার সকাল ১১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে সংহতি সমাবেশ করেন তাঁরা।

এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র দীপু কুমার দেব এর সঞ্চালনায় সংহতি সমাবেশে বক্তব্য রাখেন, বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল, ড. ঈশানী চক্রবর্তী।

ঢাবি ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল বলেন, “আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানায়। তারা তাদের দাবি নিয়ে কাজ চালিয়ে যাক তা আমাদের প্রত্যশা। আর আমরা তাদের পাশে সবসময় থাকব। ইতিহাস বিভাগ চালু রাখার দাবিতে আমরা ইউজিসির কাছে, শিক্ষামন্ত্রীর কাছে এবং প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর কাছে যাব।”

ঢাবি ইতিহাস বিভাগের অধ্যাপক ড. ঈশানী চক্রবর্তী বলেন,”আমরা চাই বিশ্ববিদ্যালয় হোক প্রগতিশীল, অবাধ জ্ঞান চর্চার কেন্দ্র। শুধু সার্টিফিকেট দেওয়া বিশ্ববিদ্যালয়ের কাজ নয়। বিশ্ববিদ্যালয়কে অবাধ জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ইতিহাস বিভাগের গুরুত্ব অনস্বীকার্য। আমরা সবসময় বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের পাশে থাকব। তাদের স্বপ্ন পূরণ করার অঙ্গীকার হোক মুজিববর্ষের অঙ্গীকার।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *