আবরার হত্যা: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল, মানববন্ধন

আবরার হত্যা: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল, মানববন্ধন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় টুডেঃ বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ক্যাম্পাস থেকে বুধবার (০৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি বের করেন। মিছিলটি তালাইমারী রুয়েট গেটসহ মহাসড়ক প্রদক্ষিণ করে। এরপর বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় তারা আবরার ফাহাদের হত্যার বিচার চেয়ে স্লোগান দেন।বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে ওপর অবস্থান নেন। সেখানে তারা প্রায় আধঘণ্টা মহাসড়ক অবরোধ করেন।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বলেন, বর্তমানে সারা বাংলাদেশে এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেখানে অনিয়ম, দুর্নীতি ও নির্যাতন হয় না। তারা বলেন, ‘আমরা চাই, আবরার ফাহাদের হত্যাকারীদের বুয়েট থেকে আজীবন বহিষ্কার করতে হবে।বিচারের মাধ্যমে জড়িতদের শাস্তি দিতে হবে।’ এ সময় প্রায় ৪৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *