রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:২৮ অপরাহ্ন

আবারো বায়ু দূষণে বিশ্ব তালিকায় প্রথম ঢাকা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০, ১২.০২ পিএম
আবারো বায়ু দূষণে বিশ্ব তালিকায় প্রথম ঢাকা

ক্যাম্পাস টুডে ডেস্ক


ফের গোটাবিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকার নাম। ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার বায়ুদূষণ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ার ভিজ্যুয়ার এ তথ্য জানিয়েছে।

তালিকায় দ্বিতীয় মিয়ানমারের ইয়াঙ্গুন ও তৃতীয়স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। সকাল থেকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার বায়ুমান ৪০৮ স্কোর। একই সঙ্গে বায়ু দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান সবার শীর্ষে।

আন্তর্জাতিক সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ার ভিজ্যুয়ার তথ্য মতে, ঢাকার বায়ুতে সবচেয়ে ক্ষতিকর অতিসূক্ষ্ম ধূলিকণা PM2.5 এর পরিমাণ প্রতি ঘনমিটারে ৩৪২.২ মাইক্রোগ্রাম। এ পরিস্থিতিতে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, ঘরের জানালা বন্ধ রাখা, সাইকেল বা মোটরসাইকেল না চালানোর পরামর্শ গবেষকদের। বের হলেও মাস্ক ব্যবহার করার পরামর্শ তাদের।

স্বাভাবিক মাত্রার সাত গুণ উপরে অবস্থান করছে ঢাকার বায়ুমান। পরিবেশ অধিদপ্তরের মানমাত্রায় ৫০ একিউআই পর্যন্ত বায়ুমান স্বাভাবিক। সর্বোচ্চ ১৫০ মাইক্রোগ্রম পর্যন্ত PM2.5 সহ্য করতে পারে মানুষ।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today