মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৩২ পূর্বাহ্ন

আব্দুল মান্নান এমপির মৃত্যুতে হাবিপ্রবি উপাচার্যের শোক প্রকাশ

  • আপডেট টাইম শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০, ৬.৫৯ পিএম

তানভির আহমেদ, হাবিপ্রবি প্রতিনিধি


সংসদ সদস্য আব্দুল মান্নান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মু.আবুল কাসেম।

হাবিপ্রবি উপাচার্য (ভিসি) এক শোক বার্তার মাধ্যমে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এদিকে শনিবার (১৮ জানুয়ারী) সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর ল্যাডএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কৃষিবিদ আব্দুল মান্নান এম.পি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিন বারের সংসদ সদস্য বর্ষীয়ান এই নেতা ১৯৫৩ সালের ১৯ ডিসেম্বর বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দিতে জন্মগ্রহণ করেন।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সাবেক মহাসচিব, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। এছাড়াও একাদশ সংসদের কৃষি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today