বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৮:৫২ পূর্বাহ্ন

আমি মুসলমান

  • আপডেট টাইম বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯, ১২.২৯ পিএম

আমি মুসলমান
মোঃ আলমগীর হোসেন



গর্ব করে বলতেই পারি
আমি মুসলমান;
আমার আছে নবী’র সুন্নাহ,
পবিত্র কোরআন।

আমার আছে মহান আল্লাহ্,
নবী মোহাম্মাদ;
সুরে সুরে কোরআন পড়তে
লাগে অনেক স্বাদ।

মোয়াজ্জিনে আযান দিলে
খুব আনন্দ লাগে,
পাঁচ বেলা হই কেবলামুখি
দারুণ অনুরাগে!

নামাজ শেষে মনটা হাসে
প্রভুর দেখা পেয়ে!
নামাজ কি আর যেনো তেনো?
সেজদা প্রভুর পায়ে।

যে দেখে না, সে বোঝে না
মহান প্রভুর খেলা;
তাঁর সালামের আশায় আছি
রোজ হাশরের বেলা!

কঠিন সময় আর কেহ নয়,
সুপারিশ করবে নবী;
নবী’র পথে চললে পরে
পূরণ হবে দাবী।

নামাজ ছেড়ে অন্ধকারে
যে খোঁজে নবীকে,
নবী বলেনঃ নামাজ ছাড়লে
পাবে না আমাকে।

পাবে না সে প্রভুর দয়া,
আযাব হবে বেশ।
নামাজ পড়লে অসৎ কাজের
থাকবে না কো রেশ।

নামাজ হলো দ্বীনের খুঁটি,
জান্নাতেরও চাবি;
ফজর, যোহর বাদ গিয়েছে!
আছরে কে যাবি?

কে কে যাবি মাগরিব, এশায়?
তারাতারি আয়,
মহান আল্লাহর রহমতের
সীমারেখা নাই।

তাঁর দিকে কেউ হেঁটে গেলে,
দৌড়ে আসেন তিনি;
চতুর্দিকে ভরে আছে
তাঁরই মেহেরবানি।

আলো, বাতাস, নদীর পানি
কিনতে নাহি হয়;
বিনা মূল্যে দিয়ে যাচ্ছেন
আল্লাহ্ দয়াময়।

বিস্ময় লাগে বেঁচে আছি,
কেবলই তাঁর দান।
গর্ব করে বলতেই পারি
আমি মুসলমান।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today