‘আসুন এক সঙ্গে কাজ করি’: ভিপি নুরকে গোলাম রাব্বানী

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : , ,

ঢাবি টুডেঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদকে (ডাকসু) অর্থবহ করতে এক সঙ্গে কাজ করতে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে আহবান জানিয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী।

বুধবার (১৬ অক্টোবর) ঢাবির ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ডাকসুর এক অনুষ্ঠানে ভিপি নুরের উপস্থিতিতে তাকে এ আহবান জানান সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

ডাকসুর জিএস গোলাম রাব্বানী বলেন, “অজুহাত না দিয়ে ডাকসুকে অর্থবহ করতে আসুন এক সাথে কাজ করি। ডাকসু বরাবরই শিক্ষার্থীদের যৌক্তিক ও নৈতিক আন্দোলনে কাজ করে আসছে বলেও জানান রাব্বানী।”

দ্য ক্যাম্পাস টুডে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds