SSC New Short Syllabus 2021 PDF (Download Now) \ National Curriculum and Textbook Board (NCTB) has published a brief/short syllabus for SSC and its equivalent examinations-2021.

আহ্লাদির স্বামীর নাম কী? ঐকতান অর্থ কী? সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কী?

হরিশ কোথায় কাজ করে? বরিয়া শব্দের অর্থ কি? ‘লালসালু’ উপন্যাসে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল কে? আহ্লাদির স্বামীর নাম কী? সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কী? ‘অপরিচিতা’ গল্পের লেখকের নাম কী? ঐকতান অর্থ কী?

উপরের বাংলা ১ম পত্রের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া হলো-

প্রশ্নঃ হরিশ কোথায় কাজ করে?
উত্তর: কানপুরে কাজ করে

প্রশ্নঃ বরিয়া শব্দের অর্থ কি?
উত্তরঃ বরিয়া শব্দের অর্থ বরণ করে।

প্রশ্নঃ ‘লালসালু’ উপন্যাসে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল কে?
উত্তরঃ লালসালু উপন্যাসে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল আক্কাস মিঞা।

প্রশ্নঃ আহ্লাদির স্বামীর নাম কী?
উত্তরঃ আহ্বাদী স্বামীর নাম জণ্ড

প্রশ্নঃ ঐকতান অর্থ কী?
উত্তরঃ ঐক্যতন শব্দের অর্থ বিভিন্ন বাদ্যযন্ত্রের সমন্বয়ে সৃষ্ট সুর, সমস্বর।এই কবিতায় বহু সুরের সমন্বয়ে এক সুরে বাঁধা পৃথিবীর সুরকে বােঝানাে হয়ছে।

প্রশ্নঃ সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কী?
উত্তরঃ সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম লুৎফুন্নেসা ।

প্রশ্নঃ ‘অপরিচিতা’ গল্পের লেখকের নাম কী?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *