ইন্টারনেট সংযোগের দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ইন্টারনেট সংযোগের দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ইবি টুডেঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলে ইন্টারনেট (ওয়াইফাই) সংযোগ ও রিডিং রুম চালুর দাবিতে হল অফিসে তালা দিয়ে বিক্ষোভ করেছে আবাসিক শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা হল অফিসে তালা ও প্রধান ফটক আটকে দিয়ে বিক্ষোভ মিছিল করেছে। পরে হল কতর্ৃপক্ষের আশ্বাসে শিক্ষার্থীরা অফিসের তালা খুলে দেয়।

জানা যায়, গত বছরের ৭ জনুয়ারি হলটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের ১০মাসেও হলে ইন্টারনেট সংযোগ ও রিডিং রুম চালু হয়নি। ফলে শিক্ষার্থীরা ইন্টারনেট সংযোগ ও রিডিং রুম চালুর দাবিতে সকাল ১১টায় দিকে হল অফিসে তালা দেয়। পরে হলের প্রধান ফটক আটকে দিয়ে তারা বিক্ষোভ মিছিল করতে থাকে।

এসময় শিক্ষার্থীরা ‘হই-হই রই-রই ইন্টারনেটের টাকা গেল কই, হই-হই রই-রই রিডিং রুম গেল কই’ সহ বিভিন্ন স্লোগান দেয়। এসময় হল অফিসের ভিতরে কর্মকর্তা ও ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ থাকে। পরে হল প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল হোসেন ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের আশ্বাস দিলে শিক্ষার্থীরা তালা খুলে দেয়।

আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, ‘আবাসিকতার শর্ত পূরণ করে আমরা হলে উঠেছি। ইন্টারনেট বাবদ টাকা জমা দিয়েছি। হল চালু হওয়ার ১০ মাস হলেও এখনো ইন্টারনেট সংযোগ দেওয়া হয়নি। আমাদের নামে হলে রিডিং রুম থাকলেও সেই রুমের নাম পরিবর্তন করে হল অফিস বানানো হয়েছে।’

এবিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল হোসেন বলেন, ‘ইন্টারনেট সংযোগের কাজ চলছে। অগামী দু-এক দিনের মধ্যে শিক্ষার্থীরা ইন্টারনেট সংযোগ পাবে। হলের কাজ আংশিক সম্পন্ন হওয়ায় রিডিং রুম নেই। কাজ সম্পন্ন হলে রিড়িং রুম থাকবে।’

দ্য ক্যাম্পাস টুডে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *