ইবিতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সমাবেশ

ইবিতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সমাবেশ

ইবি টুডেঃ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া পুলিশ সুপার এস.এম তানভির আরাফতের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) ড. খন্দকার মহিদ উদ্দীন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন প্রমুখ।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন বলেন, মাদক (গাঁজা) টান দিয়ে একতারা-দোতারা বাঁজানো যায় কিন্তু শরীর-জীবনের একতারা ছিড়ে যায়। সমাজ, রাষ্ট্র থেকে মাদক ননির্মুলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তবেই দেশ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দূরীভূত হবে।’

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, চতুর্থ শিল্প-বিপ্লবের অগ্রযাত্রা যেভাবে শুরু হয়েছে, তাতে পার্টনারশীপ ছাড়া কখনো উন্নতির চরম শিখরে পৌছানো সম্ভব হবে না। বাংলাদেশ অতীতের যেকোন অবস্থান থেকে অনেকাংশে এগিয়েছে। কিন্তু এগুলো সব ধূলিস্যাৎ হয়ে যাবে যদি, এদেশের যুব সমাজ মাদক-সন্ত্রাসে ও জঙ্গীবাদে বুদ হয়ে থাকে।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানুসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *