ইবিতে মেধাতালিকায় ভর্তি সম্পূর্ণ, ফাঁকা ৮৭২ আসন

ইবিতে মেধাতালিকায় ভর্তি সম্পূর্ণ, ফাঁকা ৮৭২ আসন

ইমানুল সোহান, ইবি টুডেঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান প্রাপ্তদের ভর্তি সম্পন্ন হয়েছে। মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি শেষে চারটি ইউনিটে মোট ৮শত৭২টি আসন ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্ব-স্ব ইউনিট সমন্বয়কারী সূত্রে বিষয়টি জানা গেছে।

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে, গত ২৩ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান প্রাপ্তদের সাক্ষাৎকার ও ভর্তি প্রক্রিয়া শুরু হয়। ৪ ডিসেম্বর পর্যন্ত চলে এ প্রক্রিয়া।
এবছর আটটি অনুষদের অধীনে ৩৪টি বিভাগের মোট দুই হাজার ৩০৫টি আসনের বিপরীতে মেধাতালিকা থেকে ১ হাজার ৪৩৩ জন শিক্ষার্থী ভর্তি হয়। ভর্তি শেষে চারটি ইউনিটের বিভিন্ন বিভাগে মোট ৮৭২টি আসন ফাঁকা রয়েছে।

চারটি ইউনিটের মধ্যে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের মধ্যে ৩০টি এবং কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে এক হাজার ৬৫টি আসনের মধ্যে ৪৩১টি আসন ফাঁকা রয়েছে। এছাড়াও ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ৪৫০টি আসনের মধ্যে ১৫৬টি এবং বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ও জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ৫৫০টি আসনের মধ্যে ২৫৫টি আসন ফাঁকা রয়েছে।

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে, আগামীকাল ১১ ডিসেম্বরের মধ্যে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের অনলাইনে বিষয়ভিত্তিক আবেদন করতে বলা হয়েছে। এই অনুষদের ভর্তি স্বাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর এবং ১৮ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের ভর্তি হতে বলা হয়েছে।

এদিকে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের স্বাক্ষাৎকার ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং ১৮ ডিসেম্বরের মধ্যে তাদের ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

এছাড়াও কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের ১৪ ডিসেম্বরের মধ্যে অনলাইনে বিষয়ভিত্তিক আবেদন করতে বলা হয়েছে। এই ইউনিটে ভর্তি স্বাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর এবং শিক্ষার্থীদের ২১ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে বলা হয়েছে।

অন্যদিকে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ও জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে
অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের ১২ ডিসেম্বরের মধ্যে অনলাইনে বিষয়ভিত্তিক আবেদন করতে বলা হয়েছে। উক্ত অনুষদের ভর্তি স্বাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর এবং ২৩ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে বলে জানা গেছে।

এছাড়াও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট এ পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *